বাড়ল কাজের সময়সীমা! তামিলনাড়ু বিধানসভায় পাশ বিল

Must read

প্রতিবেদন: আর ৮ ঘণ্টা নয়, এবার দৈনিক কাজের সময় (Working Hour) বেড়ে দাঁড়াল ১২ ঘণ্টা। এই সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে তামিলনাড়ু বিধানসভায় (Tamil Nadu Assembly)। ১৯৮৪ সালের শ্রম আইনের সংশোধন চেয়েই বিলটি পাশ করা হয়েছে। যেখানে দৈনিক কাজের সময় ৮ থেকে বেড়ে ১২ ঘন্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে বিধানসভায় (Tamil Nadu Assembly) বিলটি পেশ করা হয়। শুক্রবার বিধানসভায় তা পাশ হয়েছে। তামিলনাড়ুর শ্রমমন্ত্রী সিভি গণেশন জানিয়েছেন, সংশোধিত ১২ ঘণ্টা দৈনিক কাজের সময়সীমা সেই সমস্ত সংস্থা এবং কারখানাগুলিতে কার্যকর হবে, যেখানে শ্রমিকরা এই বিষয়টিকে মান্যতা দেবেন। জোর করে এই সময়সীমা শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। তবে শ্রমমন্ত্রী আরও জানিয়েছেন, বিলটি সাপ্তাহিক ছুটি এবং অতিরিক্ত মজুরির ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। এই সংশোধনী আরও বেশি করে শিল্পের মানোন্নয়ন ঘটাবে। তবে শুধু কাজের সময় বাড়ানই নয়, আগে ভালো করে দেখতে হবে ফ্যাক্টরিতে শ্রমিকদের নিরাপত্তা কোন পর্যায়ে রয়েছে। আর তারপরই তা অনুমোদন পাবে। বিলটির বিরোধিতায় ইতিমধ্যে সরব হয়েছে একাধিক বিরোধী দল।

আরও পড়ুন- বাজেয়াপ্ত নগদ-সহ ২৫৩.০৩ কোটি টাকার বিভিন্ন সামগ্রী

এর আগে গত ফেব্রুয়ারিতে কর্ণাটক বিধানসভাতেও ফ্যাক্টরিস সংশোধন বিল, ২০২৩ পাশ করানো হয়। রিপোর্ট অনুসারে, ২০২০ সালের মে মাসে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, অসম, পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ সহ ১০টিরও বেশি রাজ্য শ্রম আইন সংশোধন করার প্রস্তাব করেছিল। এরপর কেন্দ্রীয় সরকার দৈনিক কাজের সময়সীমা বাড়িয়ে ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার নির্দেশ জারি করে। কিন্তু চাপে পড়ে ২০২০ সালের মে মাসে তা প্রত্যাহার করা হয়।

Latest article