সংবাদদাতা, দুর্গাপুর : ত্রিস্তর গ্রামপঞ্চায়েত ভোটে প্রার্থীদের নিয়ে হল তৃণমূলের বৈঠক। ছিলেন উখরা ও খান্দরা এলাকার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরা। শনিবার বৈঠকটি হয় অণ্ডালের বিশ্বেশ্বরী এলাকার একটি বেসরকারি হলে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন শাসক, বিরোধী উভয় দলের প্রার্থীরাই। দেওয়াল লিখন, কর্মী ও পাড়াবৈঠক— এসবের মধ্যেই মূলত সীমাবদ্ধ রয়েছে প্রাথমিক প্রচারপর্ব।
আরও পড়ুন-আজ নামছে ডায়মন্ড হারবার, লিগের উদ্বোধনী ম্যাচে কিবুর দলের সামনে সাদার্ন
প্রচারের সব ক্ষেত্রেই বিরোধীদের থেকে কয়েক কদম এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। উখরা ও খান্দরা গ্রামপঞ্চায়েতে এবার তৃণমূল প্রার্থী-তালিকায় বেশি জায়গা পেয়েছেন নতুন মুখেরা। তাঁদের আচার-আচরণ, প্রচারের কৌশল নিয়ে অবহিত করতেই শনিবার বিশ্বেশ্বরী এলাকার একটি প্রেক্ষাগৃহে বৈঠক করা হল। বৈঠকে ছিলেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, কালোবরণ মণ্ডল, কৌশিক মণ্ডল, উখড়া ও খান্দরা এলাকার দলের অঞ্চল সভাপতি শরণ সাইগল, সমীর ভট্টাচার্য প্রমুখ। প্রচারে সরকারি প্রকল্পের কথা বাসিন্দাদের কাছে তুলে ধরার পরামর্শ দেন নেতারা। দ্বন্দ্ব ভুলে একযোগে সবাইকে কাজ করার নির্দেশও দেওয়া হয়।