বঙ্গ

প্রেমের ডাকবাক্সে আজ জমা পড়বে অনভূতির ঠিকানা

দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: এবছর অদ্ভুত সমাপতন। আজ সরস্বতী পুজো। আবার প্রেমদিবসও। প্রেমের জন্য একটা আস্ত দিন। বিশ্বভারতীতে কোনও মূর্তিপুজো হয় না। তাই ছুটি থাকে। এমনিতেই সরস্বতী পুজোর দিন বাঙালির অঘোষিত প্রেমের দিন। একটু ভাল লাগা থেকে আলতো স্পর্শ আর চুপিসারে অঞ্জলির একটি ফুল টুক করে শাড়ির আঁচলে ফেলে দেওয়া, এটাই হল সরস্বতী পুজোর বিশেষ অনুভূতি। এর কোনও ভাষা হয় না। তবে এই দিনে গোবলয়ে ফতোয়া জারি হয়, কেউ কেউ প্রেমদেবতার দিকে খড়্গহস্ত হয়।

আরও পড়ুন-ছেলেবেলার স্কুলের সরস্বতী গড়া আজও প্রাক্তনী অতনুর নেশা

বিশ্বভারতীতেও প্রেমের অচলায়তন আজও ভাঙেনি। গ্রিটিংস কার্ড বা এসএমএস নয়, প্রতিবারের মতো আজও প্রেমপত্র লেখারই দৃশ্য দেখা যাবে বিশ্বভারতীতে। যথারীতি কলাভবনের সামনে রাখা হবে লেটারবক্স। যেমন প্রতি বছরই থাকে। আর তাতেই ফেলা হবে সেই সব প্রেমপত্র। এটাই রীতি তপোবনে। নিয়ম অনুযায়ী, সন্ধেয় শিক্ষক-ছাত্র মিলে জোরে জোরে পড়া হবে সেইসব প্রেমপত্র। আসলে ব্যস্ততার যুগে মানুষ প্রেমপত্র লিখতে ভুলে গেছে। তাই প্রেমপত্র নিয়ে সাহিত্য আর হয় না। বিশ্বভারতীর কলাভবনের এই প্রচেষ্টা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশ্য এব্যাপারে নাক গলান না কখনওই। চালচলনে যতই কেতা থাকুক না কেন, পছন্দের মেয়েটির হাতে চিঠি দিতে গিয়ে অনেক মহান প্রেমিকও ক্যাবলা হয়ে যায়। গোবেচারা বাঙালির সম্বল তাই সরস্বতী পুজো। মন্ত্র একটাই, বছরের একটি দিনে যতটা পার ঝুঁকি নিয়ে ফেল। ১৪ ফেব্রুয়ারি যখন আলাদা মাহাত্ম্য পায়নি, তখনও এর চল ছিল। এক্ষেত্রে সরাসরি প্রপোজ করার ঝক্কি পোহাতে হয় না প্রেমিক-প্রেমিকাদের। কলাভবনের এক ছাত্রী জানান, সামনে রাখা লেটারবক্সে চিঠি ফেলে যায় সবাই। ওই বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র জানান, ‘পরস্পরের মন জানতে এই পদ্ধতি খুব কাজে লাগে।’ বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের মতে এতে অত ঝুটঝামেলা থাকে না। একে অন্যের মন জানা যায়। তবে এক পড়ুয়ার কথায়, ‘যে সব বন্ধুরা প্রেম করে, তাদের হয়ে অনেক সময় আমরাই চিঠি লিখে দিই। তারপর সন্ধেয় সেই চিঠি সকলের সামনে জোরে জোরে পড়া হয়। বেশ মজাই হয়।’

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago