প্রতিবেদন: শুরুর ধাক্কা দিয়ে ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপ। বাংলাকে স্বস্তি দিয়ে ক্রমশ তা সরছে মধ্যপ্রদেশের দিকে। ফলে রাজ্য জুড়ে কমছে বৃষ্টির দাপট। তবে দাপট কমলেও বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না রাজ্যের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবারের পর মঙ্গলবার থেকে নিয়ে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে।
আরও পড়ুন-ডেঙ্গু চিহ্নিত করতে বালিতে নামানো হল ড্রোন
মঙ্গলবার সারদিন রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হাওড়ায়। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি আছে।
আরও পড়ুন-ডেঙ্গু মোকাবিলায় অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনায়
পর্যটকদের জন্যও সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি থাকছে। ইতিমধ্যেই উত্তাল হয়েছে দিঘার সমুদ্র। সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে আনা হয়েছে। প্রায় একই ছবি তাজপুর ও মন্দারমণির সৈকতেও। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগস্টের শুরুতে রাজ্যে বৃষ্টির ঘাটতি ছিল ৫০ শতাংশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই ঘাটতি অনেকটাই কমে ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টির পর তা আরও কিছুটা কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তাঁদের আশঙ্কা, ভাদ্রের এই ভারী বৃষ্টিতে ক্ষতির মুখে পড়বে সবজি চাষ।