ডেঙ্গু মোকাবিলায় অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

এই টিম ডেঙ্গুবাহক মশার উৎপত্তিস্থল বিনাশ করে অর্থাৎ মশা যখন লার্ভা অবস্থাতে থাকে তখন লার্ভানাশক তেল স্প্রে করে মশার বংশ ধ্বংস করে।

Must read

সংবাদদাতা, বারাসত : শহর জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্ষার শুরু থেকেই জেলায় অভিনব উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে আসরে নেমে পড়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আজ জরুরিভিত্তিক কনভার্জেন্স মিটিং আয়োজিত হয় বারাসত জেলা পরিষদ ভবনে। প্রশাসনের তৎপরতায় গ্রামপঞ্চায়েত স্তরে বিশেষ টিম গড়ে উঠেছে।

আরও পড়ুন-প্রতিমাকে দড়ি দিয়ে বেঁধে জমিদারবাড়ির পুজো

এই টিম ডেঙ্গুবাহক মশার উৎপত্তিস্থল বিনাশ করে অর্থাৎ মশা যখন লার্ভা অবস্থাতে থাকে তখন লার্ভানাশক তেল স্প্রে করে মশার বংশ ধ্বংস করে। প্রতিটি বাড়ির চারপাশ পর্যবেক্ষণ করে, যাতে কোথাও জমা জলে না থাকে। নিয়মিত সাফাইকর্ম, নিকাশি পরিচ্ছন্ন ও লার্ভাবিনাশ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুমুক্ত করা যায় বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। আলোচনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল, সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়, বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, কর্মাধ্যক্ষ রমা ঘোষ, জেলা স্বাস্থ্য আধিকারিক প্রমুখ।

Latest article