মিলান, ৯ জুলাই : ফুটবল বিশ্বে নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার লুইস সুয়ারেজ মিরামোন্তেস (Luis Suarez)। বয়স হয়েছিল ৮৮ বছর। একমাত্র স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’ওর জয়ের কৃতিত্ব রয়েছে সিনিয়র সুয়ারেজের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল বিশ্বে।
রাইট ইনসাইড অথবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন সুয়ারেজ। ১৯৫৫ থেকে ১৯৬১ সাল—টানা ছ’বছর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে জিতেছেন একাধিক লা লিগা খেতাব। ন্যু ক্যাম্পে থাকাকালীন ১২২ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। বার্সেলোনা ছাড়াও ইন্টার মিলানে সব থেকে বেশিদিন খেলেছেন সুয়ারেজ। ন’বছরে ২৫৬ ম্যাচে ৪২ গোল আছে দাপুটে ফুটবলারের।
স্প্যানিশ ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয় সুয়ারেজকে (Luis Suarez)। তাঁর ফুটবল শৈলীর জন্য বিশ্ব ফুটবলে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন। ১৯৬০ সালে ব্যালন ডি’ওর পুরস্কারে ভূষিত হন। ফেরেঙ্ক পুসকাস, আলফ্রেডো ডি স্টেফানোর মতো তারকাদের পিছনে ফেলে ফুটবলের সর্বোচ্চ সম্মান পান। খেলা ছাড়ার পর স্পেনের যুব এবং সিনিয়র জাতীয় দলকে কোচিং করিয়েছেন সুয়ারেজ। এছাড়াও ইতালি ও স্পেনের একাধিক ক্লাবে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন-রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে হেডিংলে