রেকর্ড বৃষ্টি দিল্লিতে

Must read

প্রতিবেদন: প্রবল বর্ষায় ভাসছে উত্তর থেকে দক্ষিণ। বৃষ্টির বিরাম নেই। প্রবল বৃষ্টির কারণে দিল্লি-সহ গোটা উত্তর ভারতের জনজীবন বিপর্যস্ত। একই অবস্থা দক্ষিণ ভারতের কেরলেও। গত এক সপ্তাহ ধরে একটানা ভারী বৃষ্টি (rainfall in delhi) হয়েই চলেছে এই রাজ্যে। মৌসম ভবন জানিয়েছে, রাজধানী দিল্লিতে (rainfall in delhi) জুলাইয়ে এবার বৃষ্টিপাতের পরিমাণ ৪১ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার। এর আগে ১৯৮২ সালে জুলাই মাসে সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছিল দিল্লিতে। দিল্লিতে প্রবল বৃষ্টিতে ১৫টি বাড়ি ভেঙে পড়েছে। একাধিক রাস্তায় জল জমার কারণে প্রবল যানজট তৈরি হয়েছে দিল্লিতে। অতিরিক্ত বৃষ্টিতে হরিয়ানার গুরুগ্রামও জলের তলায়।
একটানা প্রবল বৃষ্টি চলছে হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ড, রাজস্থানেও। প্রবল বৃষ্টি ও হড়পা বানের কারণে হিমাচল প্রদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর ছাম্বা, কাংড়া, কুলু, মান্ডি, উনা, হামিরপুর এবং বিলাসপুরে লাল সতর্কতা জারি করেছে। অন্যদিকে সিমলা, সিরমুর এবং সোলানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে লাহুল এবং স্পিতিতে। রাজ্যের বিভিন্ন জেলায় হড়পা বান এবং ধসের সতর্কবার্তাও জারি হয়েছে। অন্যদিকে এদিক বৃষ্টিতে কেরলের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন- আমেরিকায় অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান,মৃত ৬

Latest article