প্রতিবেদন : রাজ্যের গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা বকেয়া। তার প্রতিবাদে রাজভবনের দেওয়া পুরস্কার ফেরত দিল কল্যাণীর লুমিনাস ক্লাব (Luminous Club-Kalyani)। সঙ্গে ফেরাল পুরস্কার অর্থও। ক্লাব কর্তৃপক্ষের সাফ কথা, রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রের কাছে দরবার করে রাজ্যের প্রাপ্য ফিরিয়ে আনুন। গরিব মানুষ তাঁদের টাকা পেলেই আমাদের পুরস্কার পাওয়া হয়ে গিয়েছে বলে মনে করব। এই সিদ্ধান্তে ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন এটা একান্তই ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তবুও রাজ্যের মানুষের দুর্দশার কথা ভেবে ক্লাব কর্তৃপক্ষ যে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছে তাতে তাদের অভিনন্দন প্রাপ্য। তাঁর সংযোজন। রাজ্যপাল যে বকেয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সেটা তাঁকে মনে করিয়ে দেওয়ার জন্য কল্যাণীর লুমিনাস ক্লাবকে (Luminous Club-Kalyani) সাধুবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন- ইন্ডিয়ার চাপে থরহরিকম্প বিজেপির, ইতিহাস বদলানোর চক্রান্ত