সংবাদদাতা, বাঁকুড়া : মা সারদার ১৭১তম জন্মতিথি উপলক্ষে বুধবার সকাল থেকেই জমজমাট ছিল মা সারদার জন্মভূমি জয়রামবাটি (Jayrambati)। ভোরে মঙ্গলারতি দিয়ে জয়রামবাটি মাতৃমন্দিরে শুরু হয় সারদা জন্মতিথি উদযাপন। এরপর বেদমন্ত্র পাঠ, স্তবগান ও বিশেষ পুজো হয়। সকালে মাতৃমন্দির থেকে বেরোনো বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম প্রদক্ষিণ করে। দিনভর চলে ভক্তিগীতি, সানাইবাদন, মাতৃসঙ্গীত ও পূজাপাঠ। রাজ্যের বিভিন্ন প্রান্তের অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান মায়ের পবিত্র জন্মভূমিতে।