জেলের ভিতর জাতিবৈষম্য: কেন্দ্র-সহ ১১ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

Must read

প্রতিবেদন : জেলের ভিতর বন্দিদের মধ্যে জাতিবৈষম্য চলছে। এই ইস্যুতে এক মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সহ ১১ রাজ্যকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত (Supreme Court)। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ এই ইস্যুতে জানিয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সলিসিটর জেনারেল তুষার মেহতাকে অনুরোধ করছি এই বিষয়ে আদালতকে সহায়তা করার জন্য। সলিসিটর জেনারেলও জানান, জেলের মধ্যে এই ধরনের জাতিবৈষম্য কোনওভাবে গ্রাহ্য হতে পারে না। এই পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রচেষ্টা প্রয়োজন।
সুকন্যা শান্তা নামে এক সাংবাদিক জেলের মধ্যে জাতিবৈষম্যের বিষয়টি তুলে ধরে আদালতে (Supreme Court) এই জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনে তিনি জানান, জেলের বিভিন্ন ব্যারাকে আজও চরম জাতিবৈষম্য অব্যাহত রয়েছে। এমনকী সশ্রম কারাদণ্ডের আসামিদের মধ্যে কাজের ক্ষেত্রেও রয়েছে এই বৈষম্য। মামলাকারীর আইনজীবী এস মুরলীধর বলেন, এমন উদাহরণ রয়েছে যেখানে দলিতরা পৃথক কারাগারে বন্দি এবং অন্যান্য বর্ণের ব্যক্তিদের অন্য সেলে বন্দি করা হয়েছে। তিনি আরও বলেন, কারাগারে যাওয়ার সময় থেকেই এই ধরনের বর্ণভিত্তিক কুৎসিত বৈষম্য রয়েছে। সংক্ষিপ্ত প্রাথমিক বক্তব্য শুনে শীর্ষ আদালত কেন্দ্র ও ১১ রাজ্যকে নোটিশ দিয়েছে।

আরও পড়ুন-ইরানে ভয়াবহ জোড়া বিস্ফোরণ, মৃত শতাধিক

Latest article