মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রে সিভিক ভলান্টিয়ারদের প্রবেশ নিষেধ

কড়া পর্ষদ

Must read

প্রতিবেদন : মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) প্রশ্ন ফাঁস রুখতে আরও কড়া মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার (Madhyamik Exam) ক্ষেত্রে যাতে স্বচ্ছতার অভাব না থাকে তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই প্রতি কেন্দ্রে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সিভিক ভলান্টিয়ারদের প্রবেশ নিষিদ্ধ করল মধ্যশিক্ষা পর্ষদ। একইসঙ্গে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন যাতে বহিরাগত কেউ পরীক্ষা কেন্দ্রের চত্বরে ঢুকতে না পারে সেই কারণে প্রস্তুত রাখা হবে আপৎকালীন সহায়তা দল। এছাড়াও বাড়তি নজর থাকবে পরীক্ষা কেন্দ্রের চতুর্থ শ্রেণির কর্মীদের উপর।
নিরাপত্তা নিয়ে কোনওরকম খামতি রাখতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ। তাই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে আগে থেকেই বেশ কড়া পদক্ষেপ নিচ্ছে পর্ষদ কর্তৃপক্ষ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবারে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে সিভিক ভলান্টিয়াররা প্রবেশ করতে পারবেন না। এছাড়াও পরীক্ষা চলাকালীন যাতে বহিরাগত কেউ পরীক্ষা কেন্দ্রের চত্বরে ঢুকতে না পারে সেই কারণে নজরদারি চালাবে আপৎকালীন সহায়তা দল। এমনকী পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত চতুর্থ শ্রেণির কর্মীদের ক্ষেত্রেও বিশেষ নজরদারি করা হবে।
রামানুজবাবু বলেন, ঠিক কী কী বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকেই সমাধানসূত্র বের করার চেষ্টা করা হয়েছে। আশা করছি, এবারে প্রশ্নপত্র ফাঁস ১০০ শতাংশ আটকানো যাবে। এর আগেও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, যে স্কুলগুলি সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা থাকবে না বা সিসিটিভি থাকবে না সেই স্কুলগুলিতে যেন কোনওভাবেই পরীক্ষা কেন্দ্র করা যাবে না।

আরও পড়ুন- জেলের ভিতর জাতিবৈষম্য: কেন্দ্র-সহ ১১ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

Latest article