নয়াদিল্লি, ৮ জানুয়ারি : জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের (Rishabh Pant) আউটের ধরন দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন সুনীল গাভাসকর। বলেছিলেন, বাচ্চারাও এভাবে আউট হয় না। এবার পন্থে বিরক্ত ভারতের আর এক প্রাক্তন তারকা মদন লাল। তিনি মনে করছেন, কেপটাউনে তৃতীয় টেস্টের দল থেকে পন্থকে বাদ দেওয়া উচিত।
গত বছর গাব্বায় ভারতকে ঐতিহাসিক টেস্ট ও সিরিজ জেতাতে বড় ভূমিকা নিলেও খারাপ বা ভুল শট খেলার প্রবণতা কমাতে পারেননি ভারতের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার। মদন লাল বলেছেন, ‘‘হতে পারে পন্থ ম্যাচ উইনার। কিন্তু ওকে বুঝতে হবে যে, ও দলের জন্য ব্যাট করছে, নিজের জন্য নয়।”
আরো পড়ুন: ফের সেঞ্চুরি করে নজির খোয়াজার
ভারতের প্রাক্তন অলরাউন্ডার পন্থের (Rishabh Pant) ব্যাটিংয়ে রীতিমতো বিরক্ত। বলেন, ‘‘কেপটাউন টেস্টে পন্থকে বিশ্রাম দেওয়া উচিত। ঋদ্ধিমান সাহা রয়েছে। ও খুব দক্ষ ব্যাটার এবং খুব ভাল উইকেটকিপার। তবে টেস্টে পন্থ কীভাবে ব্যাট করতে চায়, সেটা ঠিক করতে হবে ওকেই। যদি ও দোলাচলে থাকে, মনে কিছু সন্দেহ থাকে, তাহলে ওর বিরতি নেওয়া উচিত। টেস্টে এভাবে ব্যাট করা যায় না। দলের জন্য ব্যাট করতে হবে, নিজের জন্য নয়।” কিংবদন্তি সুনীল গাভাসকর-সহ একাধিক প্রাক্তন তারকা জোবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে পন্থের দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এবার সরব হলেন মদন লালও।