৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। প্রার্থী খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আলাদা একটা উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অনেক আগে থেকেই নেত্রীর হয়ে নিজে দেওয়াল লিখছেন। স্ট্রিট কর্নার করছেন। আর এবার ভবানীপুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
নিজের পাড়া ও গোটা ৭১ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকাল সকাল ভোটারদের বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেন মদন মিত্র। তাঁর সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাবলু সিং ও বেশকিছু কর্মী-সমর্থক। ওয়ার্ডের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যান নিজে বাইক চালিয়ে।
আরও পড়ুন-আমেরিকায় কোভ্যাকসিন বৈধ নয়, তবে মোদি কোন ভ্যাকসিন নিয়ে আমেরিকা গেলেন? খোঁচা কুণালের
মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৩০ তারিখ সকাল সকাল ১ নম্বর বোতাম টিপে সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আহ্বান জানান তৃণমূল নেতা। বুথে সকলকে কোভিড বিধি মেনে মাস্ক পরে যাওয়ার অনুরোধ করেন কামারহাটির বিধায়ক।
এখানেই শেষ নয়। তিনি কামারহাটির বিধায়ক হলেও তাঁর জন্মস্থান, রাজনীতি সবকিছুই ভবানীপুরে। তাই সাধারণ কর্মীদের সঙ্গে নিয়ে নিজে হাতে হোর্ডিং , ফ্ল্যাগ, ফেস্টুন লাগলেন মদন মিত্র। যা দেখে এলাকাবাসীরা বলছেন, “ও লাভলি…!”