হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। আপাতত দশদিন কথা বলতে পারবেন না তিনি। শুক্রবার কাগজে লিখে মনের ভাব প্রকাশ করছেন মদন। লিখে তিনি জানান, এখন তিনি শুধু শুনবেন। এদিন SSKM থেকে বেরনোর সময় তৃণমূল বিধায়কের সঙ্গে ছিলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Banerjee)। মদন মিত্রের লেখা বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে পড়ে তিনি। পরে সৌরভ জানান, আপাতত ১০দিন একেবারেই কথা বলে চলবে না বিধায়কের। দেড়মাস থাকতে হবে বিশ্রামে। ভুলেও যেন কারও সামনে কথা বলে না ফেলেন, তাই মুখে প্লাসটার লাগয়ে দিয়েছিলেন চিকিৎসকরা।
আরও পড়ুন-বাজেট নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী, কী বলছেন
কথা না বলতে পারলেও, শুক্রবার বিধানসভায় খুব গুরুত্বপূর্ণ দিন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন। তাই বিধানসভায় তিনি উপস্থিত থাকবেন বলে কাগজে লিখে জানিয়েছেন মদন মিত্র (Madan Mitra)।