সংবাদদাতা, রায়গঞ্জ : ‘২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪২ টিতেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় পরবর্তী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ২৫০টি আসনেই জয়লাভ করবে।’ বুধবার রাতে কালিয়াগঞ্জে এসে এমনই দাবি করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র।
আরও পড়ুন-জেডিএ চেয়ারম্যানের দেহরক্ষী আত্মঘাতী
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কৌস্তুভী নৃত্য বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। তাঁর দাবি, সিবিআই ইডির ভূমিকা মানুষ সবই দেখেছে। কাজেই তৃণমূল কংগ্রেস মানুষের কাছে আরও ভাল অবস্থানে এসেছে। দোষী প্রমাণিত হওয়ার আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দলের পদক্ষেপের দিকও তুলে ধরেন তিনি। বিজেপির বদলে বামেদের বিরোধী হিসেবে দেখতে চেয়েছেন তিনি। বলেন, ‘বামপন্থীদের বল দিচ্ছি কিন্তু ওরা গোল করতে পারছে না। আমরা চাই, বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তির বদলে বামফ্রন্টের মতো বিরোধী দল উঠে আসুক।’ মদন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালীমন্দিরে পুজোও দেন।