প্রয়াত হলেন আমেরিকার প্রথম মহিলা বিদেশসচিব ম্যাডেলিন জানা কর্বেল অলব্রাইট (Madeleine Albright)। বয়স হয়েছিল ৮৪। বৃহস্পতিবার তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার ৬৪ তম এবং দেশের প্রথম বিদেশসচিব প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মার্কিন বিদেশসচিব হিসেবে ওঁর অবদানের কথা দেশবাসী চিরকাল মনে রাখবে। অলব্রাইটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট তাঁর শোক বার্তায় বলেছেন, অলব্রাইট (Madeleine Albright) ছিলেন একজন বিদূষী মহিলা। পাণ্ডিত্য ও প্রজ্ঞার জোরে তিনি নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। মেধা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি আমেরিকাকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছিলেন।