জাতীয়

অবনতির শীর্ষে মধ্যপ্রদেশ, রিপোর্ট প্রকাশ তৃণমূলের

প্রতিবেদন : শুক্রবারই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ২৩০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। তারপরেই এই বিজেপি রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের হাল নিয়ে প্রশ্ন তুলে দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকারের অবনতির রিপোর্ট তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে, গত ন’বছরে দেশের মধ্যে ক্রমশ সবদিক থেকেই নিচের সারিতে নেমে গিয়েছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh)।
আর্থ-সামাজিক ভিত্তিতে করা সমীক্ষার রিপোর্ট প্রতিবেদন আকার প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমে। সেই প্রতিবেদন তুলে ধরেই বিজেপিকে তুলোধোনা করেছে বাংলার শাসকদল। তৃণমূলের বক্তব্য, বিজেপির ডবল ইঞ্জিন সরকার কেমন নেতিবাচক ফল দিচ্ছে তার নমুনা তুলে ধরা হল। গত ২০ বছরের মধ্যে ১৮ বছর ধরেই মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি। তার মধ্যে মোদি সরকার নয় বছরেরও বেশি সময়ে কেন্দ্রে রাজত্ব করেছে। তবুও এই রাজ্য আজ বেশিরভাগ আর্থ-সামাজিক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু এনএসডিপি এবং শিল্প প্রবৃদ্ধি সবই তলানিতে। প্রতিশ্রুতিভঙ্গ এবং স্বপ্নপূরণ না করাই মধ্যপ্রদেশে বিজেপির ধারাবাহিকতার ফল।
যেকোনও রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডবল ইঞ্জিন সরকারের ঢাক পেটান। একটা অদ্ভুত স্বপ্ন দেখানো হয়, যে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার থাকলে সেই রাজ্যে প্রবল উন্নয়ন হবে। অথচ বাস্তবে চিত্রটা একেবারেই উল্টো। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ হোক অথবা অসম, ত্রিপুরা বা মধ্যপ্রদেশ— উন্নয়নের নিরিখে দেশের অন্যান্য রাজ্য থেকে অনেক পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি নেতৃত্বকে। তিনি বলেন, উন্নয়নের রিপোর্ট কার্ডের ভিত্তিতে আলোচনায় বসুন। এবার পরিসংখ্যানেই দেখা যাচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের আর্থ-সামাজিক অবস্থা কতটা তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশবাসীর
রায় কোন দিকে যায় সেটাই এখন দেখার।

আরও পড়ুন- পাঞ্জাবে পুলিশ আধিকারিককে গুলি করে খুন

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

3 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

33 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago