বিজেপি রাজ্যে প্রিন্সিপালকে পুড়িয়ে মারল ছাত্র

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) পরীক্ষায় পাশ করতে না পেরে প্রিন্সিপালকে পুড়িয়ে মারল ছাত্র। পরীক্ষায় পাশ করতে না পারার কারণেই কলেজের প্রিন্সিপালের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল ওই ছাত্র। ওই ঘটনায় প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিলেন অধ্যক্ষা। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মারলেন প্রিন্সিপাল বিমুক্তা শর্মা (Vimukta Sharma)। ঘটনাটি ঘটে গত সোমবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের (Indore, Madhya Pradesh) ইন্দোরে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রের নাম আশুতোষ শ্রীবাস্তব। সে ইন্দোরের বিএম ফার্মেসি কলেজের ছাত্র। সপ্তম সেমিস্টারের পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি।

আরও পড়ুন: ইয়োর অনার বা মাই লর্ড নয়, শুধুই স্যর বলুন

এর আগেও সে একবার প্রিন্সিপালের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল। অধ্যক্ষার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছিল পুলিশ (Police)। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর প্রতিশোধ নিতে সে প্রিন্সিপালের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই অধ্যক্ষার চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। তাঁরা কোনওভাবে অধ্যক্ষার শরীরের আগুন নিভিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। চারদিন ধরে চলে যমে-মানুষে টানাটানি। শেষ পর্যন্ত অধ্যক্ষা বিমুক্তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্র আশুতোষের আগেও অপরাধের ইতিহাস রয়েছে। অন্যদিকে অভিযুক্ত ছাত্রের পাল্টা দাবি, ২০২২ সালের জুলাই মাসে সে বি ফার্মা পরীক্ষায় বসেছিল। বারবার বলার পরেও কলেজ কর্তৃপক্ষ তাকে মার্কশিট দেয়নি। সে কারণেই সে মাথা ঠিক রাখতে পারেনি। তবে কলেজ কর্তৃপক্ষ আশুতোষের ওই দাবি উড়িয়ে দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছাত্র পরীক্ষার পাশ করতে পারেনি। একাধিকবার বলার পরেও সে নিজের রেজাল্ট নিতে আসেনি। অধ্যক্ষার মৃত্যুর পর আশুতোষের বিরুদ্ধে খুনের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Latest article