প্রতিবেদন : টানা তিনবার রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। একবার জয়, একবার হার। এবার কি ৩৩ বছরের খরা কাটাতে পারবে বঙ্গ ব্রিগেড? লক্ষ্মীরতন শুক্লার দল আত্মবিশ্বাসী। ঘরের মাঠে ঝাড়খণ্ডকে দাপটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলা। দলের প্রতিটি বিভাগে নিজেদের শক্তির উপর ভরসা রাখছে তারা। বুধবার থেকে বিপক্ষের ডেরায় ইন্দোরে রঞ্জি সেমিফাইনাল খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ। চন্দ্রকান্ত পণ্ডিতের দলের বিরুদ্ধে গতবার সেমিফাইনাল হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল মনোজ তিওয়ারিদের। তাই এবার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলার কাছে।
আরও পড়ুন-কেন্দ্রীয় এজেন্সি ব্যবস্থা নিক, সংসদে সরব তৃণমূল
ইন্দোর থেকে ফোনে অধিনায়ক মনোজ অবশ্য বললেন, ‘‘বদলার ম্যাচ ভেবে মাঠে নামব না। নতুন দিন, নতুন লড়াই। সেমিফাইনালের জন্য আমরা তৈরি। মধ্যপ্রদেশ ঘরের মাঠে খেললেও আমরা অ্যাওয়ে ম্যাচে ভাল খেলি। এবার বাংলা দল হিসেবে সফল। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা যেমন ভাল করছি, বোলাররাও প্রতি ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করছে। দলের সকলেই উজ্জীবিত। আর দুটো বাধা পেরোতে হবে। আশা করি, এবার মধ্যপ্রদেশ বাধা আমরা সহজেই পেরোতে পারব।’’
আরও পড়ুন-সমীক্ষা রিপোর্ট : ১০ বছরে দেশের ৭১ জন সাংসদের সম্পত্তি বেড়েছে গড়ে প্রায় ২৮৬ %
হোলকার স্টেডিয়ামে কালো মাটির উইকেট স্পিন-সহায়ক বলেই মনে করছে বাংলা শিবির। মনোজ বললেন, ‘‘উইকেট দেখে মনে হচ্ছে, তৃতীয় দিন থেকে বল ঘুরবে। তার আগেও স্পিন করতে পারে। তাই আমরা খুব সম্ভবত আকাশ ঘটকের জায়গায় প্রদীপ্ত প্রামাণিককে খেলাব। শাহবাজ (আহমেদ) রয়েছে। করণ লাল খেলবে। ও ওপেন করবে অভিমন্যুর সঙ্গে। আর একটা সুবিধা, করণ অফস্পিনটা করে। উইকেটে রান আছে। টসে জিতলে শুরুতেই বড় স্কোর করে মধ্যপ্রদেশকে চাপে ফেলতে চাই।’’ মধ্যপ্রদেশ দলের সফল কোচ পণ্ডিতকে নিয়েও চিন্তিত নয় বাংলা শিবির। মনোজ, আকাশদীপরা নিজেদের দলের উপর ভরসা রাখছেন।