ফের রেপো রেট বৃদ্ধির ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক

গত ডিসেম্বর মাসে রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ বাড়ি, গাড়ি কেনার জন্য ঋণ নিতে গিয়ে আরও চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর

Must read

বাজেট পেশ হতে না হতেই ফের রেপো রেট বৃদ্ধির ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক৷ আবার একবার গৃহ ঋণ, গাড়ি কেনার জন্য ঋণের উপরে সুদের হার আরও বাড়বে৷ বাড়বে ঋণের উপর মাসিক কিস্তি৷

আরও পড়ুন-রঞ্জি সেমিফাইনালে প্রতিপক্ষ আজ মধ্যপ্রদেশ, দুই স্পিনারে নামছে বাংলা

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি-র বৈঠকের পর ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেছেন ৷ গত ডিসেম্বর মাসে রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ বাড়ি, গাড়ি কেনার জন্য ঋণ নিতে গিয়ে আরও চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর৷ এই নিয়ে পর পর ছ’ বার বাড়ল রেপো রেট৷ ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পর রেপো রেটের হার এই মুহূর্তে দাঁড়াল ৬.৫০ শতাংশ৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই কেন্দ্রীয় ব্যাঙ্ক বার বার রেপো রেট বৃদ্ধির পথে হাঁটছে বলে মনে করছে বিশেষজ্ঞ দল।

 

Latest article