পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনার শিকার মাধ্যমিক ছাত্রী (Madhyamik Candidate)। হাসপাতালে বসেই দিলেন পরীক্ষা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বাগদা থানার মাকরা এলাকায়। আহত ছাত্রীর নাম রহিমা মন্ডল। তার বাড়ি বাগদা থানার কাপাসাটি এলাকায়। বাগদা কাপাসাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রহিমা।
আজ বৃহস্পতিবার সকালে দাদার বাইকে চেপে থোয়ারা হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন ওই মাধ্যমিক ছাত্রী (Madhyamik Candidate)। হঠাৎই বাইক থেকে পড়ে যান রহিমা। গুরুতর আঘাত লাগে তার পা -এ। রহিমাকে গাড়ি থেকে পড়ে যেতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের তৎপরতাতেই রহিমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় রহিমাকে। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। তারপর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ওই ছাত্রীর।
বনগাঁ মহাকুমা হাসপাতাল সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন, ‘পথ দুর্ঘটনায় আহত রহিমা মণ্ডল বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি হলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসার পরে পরীক্ষা দেবার ব্যবস্থা করেছিলাম। পরীক্ষায় যাতে তার কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রেখেছিলাম। পা -এ চোট আছে, তবে তা গুরুতর নয়, পরীক্ষার পর কিছু চিকিৎসা হয়েছে, তারপর ছেড়ে দেওয়া হয়েছে।’