রাজ্যের প্রাপ্য ৯০ হাজার কোটি টাকা এখনও দেয়নি কেন্দ্র : সরব মুখ্যমন্ত্রী

Must read

অধিবেশনে বাজেটে পেশ হওয়ায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, ফের তিনি অভিযোগ করেন, এখনও রাজ্যের প্রাপ্য ৯০হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। “ঘূর্ণিঝড় বুলবুলের ৬ হাজার ৩৩৪ কোটি টাকা, আমফানের ৩২ হাজার ৩১০ কোটি টাকা এবং ইয়াসের জন্য কেন্দ্রের কাছ থেকে এখনও ৪ হাজার ২২২ কোটি টাকা পায় রাজ্য।“

এর পাশাপাশি, ড্রেজিং নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ডিভিসি গঙ্গা-হলদিয়া ড্রেজিং করেনি। ফরাক্কায় টাকা দেয়নি। “সব গঙ্গায় চলে যাচ্ছে।“ ঘাটাল মাস্টারপ্ল্যান পড়ে রয়েছে। কেন্দ্র একটি টাকাও দিচ্ছে না। কোনও কাজও করছে না।

আরও পড়ুন – উত্তরপ্রদেশে মেশিনের ভোটে জিতেছে বিজেপি, EVM ফরেন্সিক তদন্তের দাবি মমতার

মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, ব্যাঙ্কে যে টাকা মানুষ রাখছেন তা আদৌ ফেরত পাওয়া যাবে কি না নেই। বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ভোটযন্ত্র কারচুপি করে কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে। ২০২৪-এ কী হবে কেউ জানে না! “২ বছর পর আমি বেঁচে থাকব কি না আমি বলতে পারব? অমিতদা বলতে পারবেন অমিতদা বেঁচে থাকবেন কি না, চন্দ্রিমা বলতে পারবে ও অর্থমন্ত্রী থাকবে কি না!“

বাজেট পরার সময় বিজেপির গোলমালেরও তীব্র নিন্দা করেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বাজেটটা পর্যন্ত পড়তে দিচ্ছে না। আমি সাতবারের সাংসদ ছিলাম। আমি ২টো জেনারেল রেল বাজেট, ৭-৮টা সাপ্লিমেন্টারি বাজেট পাশ করেছি। আমি কখনও এরকম দেখিনি। কিছু করার ক্ষমতা নেই। খালি হইহই।“

Latest article