ত্রিপুরার মাফিয়ারাজ নিয়ে এবার মুখ খুললেন ত্রিপুরার বিজেপি সরকারেরই মন্ত্রী রামপ্রসাদ পাল। হরিয়ানায় গিয়ে নিজের রাজ্যের জমি মাফিয়ারা কীভাবে গোটা ত্রিপুরাকে গ্রাস করেছে তা তুলে ধরেছেন বিজেপির মন্ত্রী। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক এই ঘটনায় রামপ্রসাদ পালকে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল নেতা বলেছেন, ত্রিপুরায় ভয়ঙ্কর মাফিয়ারাজের দৌরাত্ম্য নিয়ে যেভাবে ত্রিপুরা সরকারেরই মন্ত্রী সরব হয়েছেন তাতে আমাদের অভিযোগই সত্য প্রমাণিত হল। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে কথা বলে আসছিল এবার খোদ বিজেপির মন্ত্রীই তাতে সিলমোহর দিলেন।
আরও পড়ুন-ত্রিপুরায় চার কেন্দ্রে প্রার্থী দেবে তৃণমূল
প্রসঙ্গত, বাম সরকারের আমল থেকে এই মাফিয়ারাজ শুরু হলেও বিজেপির জমানায় তা এমন ভয়ঙ্কর আকার নিয়েছে যে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। তৃণমূল কংগ্রেস বারবার মাফিয়ারাজ নিয়ে সরব হলেও ত্রিপুরার বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছে। এবার বিজেপি সরকারেরই মন্ত্রী প্রকাশ্যে মাফিয়ারাজ নিয়ে মুখ খোলায় হইচই পড়ে গিয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলে।