জাপানে ফের ভূমিকম্প, সুনামির সতর্কতা নেই

১লা জানুয়ারি মধ্য জাপানের কিছু অংশকে শক্তিশালী ভূমিকম্প ধ্বংস করে দিয়েছিল। এর আফটারশকগুলির ফলে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।

Must read

মধ্য জাপানে (Japan) ফের একটি ৬.০ মাত্রার ভূমিকম্পের ফলে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে এখনও কোনো সুনামির সতর্কতা দেওয়া হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা এই বিষয়ে জানিয়েছে যে ভূমিকম্পটি জাপানের সাগরের উপকূলে আঘাত হেনেছে। ১লা জানুয়ারি, মধ্য জাপানের কিছু অংশকে শক্তিশালী ভূমিকম্প ধ্বংস করে দিয়েছিল। এর আফটারশকগুলির ফলে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ১০০ জনের এখনও হিসাব নেই। নববর্ষে ৭.৫মাত্রার ভূমিকম্প নোটো উপদ্বীপের অবস্থা শোচনীয় করে তুলেছে|

আরও পড়ুন-‘ধর্ম যার যার ঈশ্বর সবার’ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উদ্ধারকারীরা এখনও ধ্বংসাবশেষ পরিষ্কার করার পাশাপাশি আটকে থাকা প্রায় ৩৫০০ জনের কাছে পৌঁছানোর জন্য লড়াই করছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে ইশিকাওয়া থেকে পাওয়া তথ্যে দেখা গিয়েছে যে ২০২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Latest article