তিনিই বাঙালির স্বপ্নের নায়ক। মৃত্যুর ৪১ বছর পেরিয়ে গিয়েছে। তবুও তিনি রয়ে গিয়েছেন বাঙালির মনে। আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। শনিবার, তাঁর মৃত্যু দিবস উপলক্ষে টালিগঞ্জে তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সমস্ত কোভিড প্রটোকল মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়েছিল।
আরও পড়ুন-কলকাতায় আসছে ত্রিপুরার তৃণমূলের প্রতিনিধি দল, মমতা-অভিষেকের সঙ্গে দেখা করবেন নেতারা
মহানায়কের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিধায়ক রাজ চক্রবর্তী, দেবাশিস কুমার। উপস্থিত ছিলেন উত্তম কুমারের পরিবারের সদস্যরাও। সকাল থেকেই বৃষ্টি চলছে কলকাতা ও আশপাশের অঞ্চলে। সেই বৃষ্টি মাথায় নিয়ে উত্তম-স্মরণ হল টালিগঞ্জে। তবে কোভিড পরিস্থিতিতে গত দু’বছরে এই দিনটিতে বড় কোনো অনুষ্ঠান করা যাচ্ছে না। এদিনও শারীরিক দূরত্বও বিধি মেনেই অনুষ্ঠান করা হয়।
আরও পড়ুন-ভিন রাজ্য থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন, রয়েছে উত্তরপ্রদেশ-গুজরাতও!
তবে উত্তম-স্মরণে বাঙালির অনুষ্ঠানের প্রয়োজন হয় না। তিনি প্রতিদিনই বঙ্গ জীবনের অঙ্গ হয়ে রয়েছেন। তিনি বাঙালির ভাতে-ডালে মিশে। কখনও তিনি নায়ক, কখনও অগ্নিশ্বর। কখনও এন্টনি ফিরিঙ্গি। আবার কখনও সন্ন্যাসী রাজা। ড্রাইভার থেকে ডাক্তার, গায়ক থেকে নায়ক, রাজা থেকে সন্ন্যাসী- সবেতেই তিনি উত্তম। তাই ৪১বছর বছর পরেও তাঁর মৃত্যু দিনে কলকাতার আকাশ কালো।