কলকাতায় আসছে ত্রিপুরার তৃণমূলের প্রতিনিধি দল, মমতা-অভিষেকের সঙ্গে দেখা করবেন নেতারা

Must read

আগামীদিনে কোন পথে এগোবেন তা বুঝতেই এবার কলকাতায় আসছে ত্রিপুরা তৃণমূলের প্রতিনিধিরা। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় ত্রিপুরার আট জেলার প্রতিনিধিরা আসবেন। তাঁরা এসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। উল্লেখ্য, ত্রিপুরায় করোনা আবহে জেলা প্রশাসনের অনুমতি মেলেনি ২১ জুলাই পালনে। তাই সব পরিকল্পনা সত্ত্বেও জটিলতার মুখে পড়েছিল তৃণমূল কংগ্রেস৷ রাজধানী আগরতলা-সহ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানো হবে৷ কিন্তু জেলাশাসকের অনুমতি না মেলায় জায়ান্ট স্ক্রিন বসানোও সম্ভব হয়নি।

আরও পড়ুন-নিম্নচাপের ফলে দিঘায় শুরু জলোচ্ছ্বাস, খুশি পর্যটকেরা

২১ জুলাই রাজ্যে শহিদ দিবস পালন করতে গিয়ে পুলিশের তাড়া খেতে হয়েছিল। আটক হতে হয়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের। আক্রান্ত হয়েছিলেন রাজ্য সভাপতি আশিস লাল সিং। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন মমতা-অভিষেক সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ত্রিপুরায় নেতা-কর্মীদের এই উৎসাহ দেখে খুশি হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন-উপত্যকায় ফের সাফল্য, সেনার গুলিতে ঝাঁঝরা দুই জঙ্গি

ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি আশিসলাল সিং বলেন “একুশে জুলাই পালনে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগকে দলের সকলেই প্রশংসা করেছেন। আমাদের সর্বস্তরের কর্মীরা এতে দারুণ উৎসাহ পেয়েছেন। তাই আগামী দিনে আমাদের কী করণীয়, তা বুঝতেই আমরা মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় সঙ্গে দেখা করতে চাই।”

Latest article