কৃষি আইন বাতিলের দাবিতে আজ মহাপঞ্চায়েত

Must read

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : বিজেপি সরকারের কৃষি আইন বাতিলের দাবি নিয়ে ঐতিহাসিক কৃষক মহাপঞ্চায়েতের জন্য প্রস্তুত মুজফফরনগরের গভর্নমেন্ট ইন্টার কলেজের বিশাল প্রাঙ্গণ। গত ৯ মাস ধরে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের সিংঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে আন্দোলনরত কৃষকদের সংযুক্ত কিষান মোর্চা রবিবার মোদি সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে।

আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানাতেই এই মহাপঞ্চায়েত। সংযুক্ত কিষান মোর্চার শরিক ৪০টি কৃষক সংগঠন ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের বহু সংগঠনের প্রতিনিধি মহাপঞ্চায়েতে উপস্থিত থাকবেন। সংযুক্ত কিষান মোর্চার অন্যতম নেতা যোগেন্দ্র যাদব শনিবার বলেছেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব থেকে লক্ষাধিক কৃষক মহাপঞ্চায়েতে অংশ নেবেন। ইতিমধ্যে তাঁরা মুজফফরনগরে পৌঁছতে শুরু করেছেন। কর্নাটক, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য থেকেও কৃষকদের দল আসতে শুরু করেছে। ভারতের কৃষক আন্দোলনে রবিবারের এই সমাবেশ নতুন ইতিহাস তৈরির পথে।

আরও পড়ুন- রাজ্যে তিন কেন্দ্রে ভোটের জন্য কড়া গাইডলাইন প্রকাশ কমিশনের

মহাপঞ্চায়েতের জন্য ইন্টার কলেজ ময়দানে দুই লক্ষ ফুটের বিশাল প্যান্ডেল প্রস্তুত। তৈরি হয়েছে তিন হাজার বর্গফুটের বিশাল মঞ্চ। কোনও রাজনৈতিক দলের নেতার স্থান হবে না মঞ্চে, এমনটাই দাবি আয়োজকদের।

কৃষক মহাপঞ্চায়েত নিয়ে ঘোর দুশ্চিন্তা উত্তরপ্রদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চিন্তা আগামী দিনে মহাপঞ্চায়েতের প্রভাব নিয়ে। মহাপঞ্চায়েতে বিপুল জনসমাগম আটকাতে বিজেপি সরকারের মদতে সক্রিয় প্রশাসন। কৃষকদের ক্ষোভ আগামী ভোটে কী প্রভাব ফেলবে, চিন্তায় বিজেপি।

Latest article