সর্বদল বৈঠকে সংরক্ষণের পক্ষে সিদ্ধান্ত মহারাষ্ট্রে

Must read

প্রতিবেদন : প্রবল আন্দোলনের চাপে অবশেষে মারাঠা সংরক্ষণে সম্মত হল মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার। মহারাষ্ট্র জুড়ে ‍‘মারাঠা সংরক্ষণের’ (Maratha Quota) দাবিতে গত কয়েকদিন ধরে হিংসাত্মক চলছে। বিভিন্ন জেলায় আক্রান্ত হচ্ছেন জনপ্রতিনিধিরা। পরিস্থিতি সামাল দিতে বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি (অজিত) জোট সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বুধবার সর্বদলীয় বৈঠক ডাকেন। সেই বৈঠকে মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার বিষয়ে একনাথ শিন্ডের সরকারকে সমর্থন করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।
বুধবার সর্বদল বৈঠক শেষে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সর্বদলীয় বৈঠকে সবাই একমত হয়েছে, মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ (Maratha Quota) দেওয়া উচিত। সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য সম্প্রদায়ের প্রতি অবিচার না করে সংরক্ষণ আইনের কাঠামোর মধ্যেই তা হওয়া উচিত। সর্বদলীয় বৈঠকের এই সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার হবে কি না সেটাই এখন দেখার।

আরও পড়ুন- রাফাহ সীমান্ত দিয়ে মিশরের পথে গাজার দুর্গতরা

Latest article