প্রতিবেদন : মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার রাজাপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে শশীকান্ত ওয়ারিশ (Shashikant Warishe- Maharashtra) নামে এক সাংবাদিকের। ঘাতক গাড়িটি চালাচ্ছিল একজন কুখ্যাত অপরাধী। ওই অপরাধীকে নিয়ে সোমবার নিজের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন শশীকান্ত। তার একদিন পরেই মঙ্গলবার ওই অপরাধীর গাড়ির ধাক্কাতেই মৃত্যু হল শশীকান্তের (Shashikant Warishe- Maharashtra)। ঘটনাটিকে কাকতালীয় বলে মানতে নারাজ সাংবাদিকের পরিবার৷ রত্নাগিরির অন্য সাংবাদিকরা দাবি করেছেন, এই মৃত্যু কোনও দুর্ঘটনা নয়। এটি পরিকল্পিত খুন। শশীকান্ত একটি স্থানীয় মারাঠি পত্রিকায় কাজ করতেন। সম্প্রতি তিনি বারসুতে রত্নাগিরি রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড (আরআরপিসিএল) সম্পর্কে একাধিক খবর করছিলেন। স্থানীয় মানুষ ওই রিফাইনারি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করছে। সোমবার স্থানীয় পত্রিকা মহানগরী টাইমস-এ প্রকাশিত শশীকান্তের একটি রিপোর্টে জানা যায়, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের ছবি সম্বলিত ব্যানারে রয়েছে গুরুতর অপরাধে অভিযুক্তর ছবি। ব্যানারে থাকা অপরাধীর নাম পন্ধরীনাথ অম্বরকর। পন্ধরীনাথ মহারাষ্ট্রের শাসক জোটের খুবই ঘনিষ্ঠ। ওই ব্যক্তি শোধনাগারের বিরোধী স্থানীয় মানুষজনকে হুমকিও দেয়৷ তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের পরেরদিনই রহস্যজনকভাবে পন্ধরীনাথের এসইউভি গাড়ি রাজাপুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা শশীকান্তকে ধাক্কা মেরে কয়েক মিটার টেনে নিয়ে যায়৷ মঙ্গলবারই হাসপাতালে মারা যান সাংবাদিক৷ খুনের অভিযোগে এরপরই গ্রেফতার পন্ধরীনাথ৷