পরাজিত মাহাথির

৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবার নির্বাচনে পরাজিত হলেন মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ।

Must read

৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবার নির্বাচনে পরাজিত হলেন মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মহম্মদ সুহাইমি আবদুল্লার কাছে হেরেছেন ৯৭ বছরের এই প্রবীণ নেতা। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরাজয় মাহাথিরের রাজনৈতিক জীবনের ইতি টেনে দেবে।

আরও পড়ুন-ইরানে ধৃত অভিনেত্রী

সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। লাঙখায়ির হলিডে আইল্যান্ড সংসদীয় আসনে পেজুয়াং পার্টির প্রধান মাহাথির মাত্র ৪৫৬৬ ভোট পেয়েছেন। মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ছিলেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন। বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন মাহাথির।

Latest article