সংবাদদাতা, মালদহ : ‘‘গঠনমূলক আলোচনায় ব্যর্থ হয়ে বারবার বিধানসভার শৃঙ্খলাভঙ্গ করছে বিজেপি। রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। পর পর দুটি ঘটনায় বিজেপির এমনই আচরণের সাক্ষী থাকল গোটা রাজ্যবাসী। পাশাপাশি তরতরিয়ে বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে জেরাবার সাধারণ মানুষ।’’ প্রতিবাদে পথে নেমে এই বলেই পদ্মশিবিরকে একহাত নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মন্ত্রীর সঙ্গে প্রতিবাদে পা মেলালেন মালদহের রাস্তায়। শুক্রবার মালদহের মহানন্দা ভবন থেকে শুরু হয় মিছিল। গোটা এলাকা ঘুরে বুলবুলচণ্ডী মোড়ে শেষ হয়। প্রতিবাদ মিছিলে যোগ দেন পুরাতন মালদহ মঙ্গলবাড়ি এলাকার অগুণিত সাধারণ মানুষ। ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি আবদুর রহিম বক্সি, মৃণালিনী মাইতি, কার্তিক ঘোষ, মোয়াজ্জেম হোসেন-সহ দলীয় কর্মী সমর্থকেরা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করেন ফিরহাদ হাকিম।