যোগ্যতা দেখে ঠাঁই জেলাকমিটিতে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ‘‘কাজের নিরিখে যোগ্যতা যাচাই করেই জেলা কমিটিতে নেওয়া হবে।’’ এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ (Papiya Ghosh)। জেলা কমিটি গঠন হওয়ার আগেই জেলা সভানেত্রী সাফল্য পেয়েছেন শিলিগুড়ি পুরসভার নির্বাচনে। দিন রাত এক করে জনসংযোগ, প্রচার চালিয়ে ছিলেন সভানেত্রী। ওই সময় প্রার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। একা হাতে নির্বাচনের হাল ধরেন তিনি। বামদুর্গ ভেঙে বিপুল ভোটে শিলিগুড়ি পুরবোর্ড গঠন করে তৃণমূল। এবার একইভাবে মহাকুমা পরিষদ নির্বাচন নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন পাপিয়া। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়েই দলীয় কর্মীদের বেশি করে কাজের নির্দেশ দেন। পুরসভা নির্বাচনের মতোই তিনি পঞ্চায়েত নির্বাচনেও সাফল্যের কথা বলেন। তাঁর নির্দেশ মেনেই কোমর বেঁধে কাজে নেমে পড়েছেন দলীয় কর্মীরা। জেলাপরিষদের নির্বাচন প্রসঙ্গে পাপিয়া ঘোষ (Papiya Ghosh) বলেন, ‘‘মহকুমা পরিষদ নির্বাচনের পরেই জেলা কমিটি গঠন করা হবে। পুরসভা নির্বাচন থেকে মহকুমা পরিষদ নির্বাচনে কীভাবে কাজ করেছেন তার নিরিখেই তৈরি হবে জেলা কমিটি।’’

Latest article