কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করার জের। লোকসভার কার্যবিধির ২২৩, ২২৬ ও ২২৭ নম্বর ধারায় স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন মহুয়া।
আরও পড়ুন-তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ই
‘অভব্য আচরণের’ অভিযোগ তুলে শান্তনু সেনকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। পালটা প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
লোকসভার সচিবকে দেওয়া একটি চিঠিতে মহুয়া লিখেছেন, ১৯ জুলাই লোকসভায় নিজের ভাষণে অশ্বিনী বৈষ্ণব যা দাবি করেছিলেন তা পুরোপুরি সত্য নয়। বৈষ্ণব ভাষণে বলেছিলেন, “অতীতেও একাধিকবার হোয়াটসঅ্যাপে পেগাসাস নিয়ে একই ধরনের দাবি করা হয়েছিল। এর কোনও সত্যতা নেই, সুপ্রিম কোর্ট-সহ সব দল তা নস্যাৎ করেছে।” কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের এই অংশ সম্পূর্ণ সত্য নয় বলে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন মহুয়া।
আরও পড়ুন-ম্যানগ্রোভ বাঁচাতে নয়া উদ্যোগ রাজ্যসরকারের
সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অসত্য বিবৃতি পেশ করেছেন এই অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। প্রসঙ্গত, পেগাসাসকাণ্ড নিয়ে সরকারের ভূমিকা এড়িয়ে বিরোধী দলগুলির বিরুদ্ধে বিষোদগার করেছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী।