হাওড়া কর্পোরেশনের ৩৫০০ সাফাই কর্মচারীদের নিয়ে গঠিত হল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন মজদুর তৃণমূল ট্রেড (Trade) ইউনিয়ন কংগ্রেস। এর মধ্যে পুরনিগমের স্থায়ী, চুক্তিভিত্তিক ও ১০০ দিনের কাজে নিযুক্ত সাফাই কর্মীরা রয়েছেন। আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদারের উপস্থিতিতে সাফাই কর্মচারীদের নিয়ে এই সংগঠন তৈরি হল।
আরও পড়ুন-কিভাবে হবে পুরভোট, হলফনামা চাইল হাইকোর্ট
হাওড়া শহরে উন্নয়নের জন্য এই সংগঠন সার্বিকভাবে কাজ করবে। এইমর্মে তারা শপথও নিয়েছে। বিশেষ করে এই কোভিডকালে শহরকে পরিচ্ছন্ন করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সাফাইকর্মীরা তাই এই কাজে এগিয়ে যাচ্ছেন। নিকাশি নালাগুলো যাতে পরিচ্ছন্ন থাকে তারজন্য সংগঠনের নেতৃত্ব বিশেষভাবে নজরদারি রাখছে।