কিভাবে হবে পুরভোট, হলফনামা চাইল হাইকোর্ট

করোনা পরিস্থিতিতে চার পুরসভায় ভোট পিছনোর আবেদন জানিয়ে করা জনস্বার্থ মামলায় রাজ্য নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

Must read

প্রতিবেদন : চার পুরভোট পিছনো নিয়ে কমিশনের অবস্থান কী? হলফনামা চাইল হাইকোর্ট পুরভোট মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। করোনা পরিস্থিতিতে চার পুরসভায় ভোট পিছনোর আবেদন জানিয়ে করা জনস্বার্থ মামলায় রাজ্য নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল কলকাতা হাইকোর্ট। ভোট করার পক্ষেই সওয়াল করে কমিশন। কোভিডে ভোট করানো নিয়ে কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবারের মধ্যে হলফনামা দিয়ে এ বিষয়ে তাদের মতামত জানাতে হবে কমিশনকে। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার।

আরও পড়ুন-নিট কাউন্সিলিং শুরুর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

৪ পুরসভায় ভোট ঘোষণা হয়ে গিয়েছে। শুক্রবার, আদালতে মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, কোনও রাজনৈতিক দল চায় না ভোট হোক। বিধাননগরেই ২৩টি কনটেইনমেন্ট জোন। সেখানে প্রচার করা যাচ্ছে, না ভোটাররা বাইরে আসতে পারছেন না। ভোট দেবেন কীভাবে? কোভিডবিধি মেনে ভোটগ্রহণে আপত্তি নেই।

আদালতে জানিয়ে দেয় কমিশন। কোভিডে জীবন থেমে না থাকলে, ভোট কেন? এদিন, আদালতের শুনানিতে জানায় কমিশন। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল বলেন, কমিশন চাইলে স্বাস্থ্য দফতর সাহায্য করবে।” সোমবারের মধ্যে আদালতে হলফনামা দেবে নির্বাচন কমিশন।

Latest article