প্রতিবেদন : ৮৮ নম্বর ওয়ার্ডে তাঁকে ঘিরে মানুষের স্লোগান “যখন ডাকি, তখন পাই/ মালাদিকে আবার চাই।” মানুষের ভালোবাসা কতটা তা স্পষ্ট। তাই পুরভোটে আবারও জয়ের শুধু সময়ের অপেক্ষা। তিনি মালা রায়।
কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডে এখনও বিকল্পহীন, অপ্রতিদ্বন্দ্বী মালা রায় (Mala Roy)। এবারও পুরভোটে (KMC Election) নিজের ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন কাজের মানুষ, কাছের মানুষ মালা রায়। সাংসদ হলেও এখন দিনরাত রাস্তাঘাটে, পাড়ায় পাড়ায় যে কোনও সমস্যার সমাধানে দৌড়ে আসেন মালা। দিল্লির রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েও আজও রাস্তা-জল-আলো-জঞ্জাল-শ্মশান সমস্যা নিয়ে আমজনতার
হৃদয়ের মানুষ টানা পাঁচবারের কাউন্সিলর মালা রায়। তাই ডাবল হ্যাট্রিকের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
আরও পড়ুন : অরবিন্দের মৃত্যুদিনে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের
মালা রায় সাংসদ হিসেবে বিরাট অংশের মানুষের প্রয়োজন যেমন মেটাচ্ছেন, একইভাবে তাঁর ওয়ার্ডে পাড়ায় পাড়ায় পুর পুর পরিষেবা পৌঁছে দিয়েছেন। মহামারি হোক কিংবা ঘূর্ণিঝড়ের তাণ্ডব, এলাকায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। দিল্লিতে থাকার সময়গুলিতেই পাড়ার সমস্যার সমাধান এক ফোনে করে দিয়েছেন মালা রায়। ৩৬৫ দিন ২৪ ঘন্টা মানুষদের সঙ্গে নিবিড় যোগাযোগ-ই একটানা ষষ্ঠবারের জন্য মালার জয় নিশ্চিত করেছে। মালা রায় শুধু ওয়ার্ডের পৌরমাতা নন, তিনি ৮৮ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে নির্ভেজাল অক্সিজেন।