মুখ্যমন্ত্রীকে আমসত্ত্ব দিতে সাইকেলে মালদহের বালিকা

সমস্ত স্তরের ছেলেমেয়ের কাছে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের জন্য এনেছেন একাধিক প্রকল্প

Must read

সংবাদদাতা, মালদহ : সমস্ত স্তরের ছেলেমেয়ের কাছে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের জন্য এনেছেন একাধিক প্রকল্প। তাঁর সাহায্যেই স্বপ্নপূরণ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বহু পড়ুয়ার। এবার মুখ্যমন্ত্রীকে ধ্যন্যবাদ জানাতে মালদহ থেকে সাইকেল নিয়ে আমসত্ত্ব দিতে যাচ্ছে দ্বিতীয় শ্রেণির খুদে পড়ুয়া। নাম সায়ন্তিকা দাস। ইংরেজবাজারের বাসিন্দা। বাড়িতে রয়েছেন বাবা, মা আর দুই দিদি। ২৬ মে সায়ন্তিকা রওনা হবে।

আরও পড়ুন-জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ায়, তাপপ্রবাহ বেড়েছে ৩০ গুণ, সঙ্কট

মুখ্যমন্ত্রীর জন্যই তার দুই দিদি পড়াশোনা করতে পেরেছেন। কন্যাশ্রীর টাকায় পড়াশোনা করেছেন দুই দিদি। একজন বিশ্ববিদ্যালয়ে ও অন্যজন কলেজে পড়েন। এক দিদির বিয়ের খরচ এসেছে রূপশ্রী প্রকল্প থেকে। আর সবকিছুই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এ কারণে খুদে মেয়েটি চায় কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে। মালদহ জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের তার ইচ্ছের কথা লিখিতভাবে জানিয়েছে সায়ন্তিকা। তার দুই দিদিও ছোট্ট সায়ন্তিকার সফরসঙ্গী হচ্ছেন। এতদূর সাইকেলে আসবে কীভাবে? ছোট্ট সায়ন্তিকা মুচকি হেসে জবাব, ‘‘দিদিদের সঙ্গে সকালে রোজ সাইকেল প্র্যাকটিস করছি। দূর দূর যাচ্ছি। আমি নিজের হাতে মুখ্যমন্ত্রীকে আমসত্ত্ব উপহার দিতে চাই।’’

Latest article