অসমের বন্যায়

মঙ্গলবার সন্ধ্যায় অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এদিন কাছাড় জেলার শিলচরে বন্যার জলে ভেসে গিয়ে আরও এক বাসিন্দার মৃত্যু হয়েছে

Must read

প্রবল বন্যা ও ধসের কারণে অসমে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬। এখনও বেশ কয়েকজনের খোঁজ মিলছে না। মঙ্গলবার সন্ধ্যায় অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এদিন কাছাড় জেলার শিলচরে বন্যার জলে ভেসে গিয়ে আরও এক বাসিন্দার মৃত্যু হয়েছে। প্রবল বন্যার কারণে রাজ্যের ২২টি জেলায় সাড়ে সাত লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে আমসত্ত্ব দিতে সাইকেলে মালদহের বালিকা

ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে আছে নওগাঁ, ধুবুরি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট প্রভৃতি। শুধুমাত্র নওগাঁ জেলাতেই সাড়ে তিন লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাছাড় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লক্ষের বেশি। প্রায় আড়াই হাজার গ্রাম জলের তলায়। ৮৫ হাজার হেক্টর কৃষি জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারে প্রায় ৭০০টি অস্থায়ী ত্রাণ শিবির তৈরি করা হয়েছে।

Latest article