ভারতীয় জওয়ানদের তাড়িয়ে বিপাকে, বিমান চালানোর যোগ্যতাই নেই মালদ্বীপের সেনার! ভুল স্বীকার মন্ত্রীর

Must read

বিপাকে মালদ্বীপের (Maldives) ‘চিনপন্থী’ মহম্মদ মুইজ্জুর সরকার। বিমান আছে কিন্তু পাইলট নেই। মালদ্বীপের সেনার কোনও যোগ্যতাই নেই বিমান চালানোর। ভারতীয় সেনারাই বিমান ওড়াতে পারতেন। কিন্তু তাঁরা মালদ্বীপ থেকে তড়িঘড়ি ভারতে ফিরে আসায় চিন্তায় মুইজ্জুর সরকার।

আরও পড়ুন-ফল প্রকাশ CBSE-র দ্বাদশ শ্রেণির, বাড়ল পাশের হার

দীর্ঘ সময় ধরে মালদ্বীপে মানবিক কারণে সহায়তা করে এসেছে ভারতীয় সেনা। কিন্তু নির্বাচনে জেতার পরে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতীয় সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করেছিলেন। এরপর বহুবার ভারতকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে মালদ্বীপ (Maldives) সরকার। শেষে ভারত ৭৬ জন সেনাকে প্রত্যাহার করে নেয়। তবে দ্বীপরাষ্ট্রে রয়ে গিয়েছে ভারতীয় বিমান ও কপ্টার। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ঘাসান মাউমুন নিজেদের ভুল স্বীকার করে নিয়ে জানান, ভারতে দেওয়া তিনটি এয়ারক্রাফ্ট ওড়ানোর জন্য পাইলট নেই মালদ্বীপ সেনাবাহিনীতে। বলেন, “মালদ্বীপের সেনাবাহিনীতে ভারতের দেওয়া দুটি হেলিকপ্টার ও ডর্নিয়ার এয়ারক্রাফ্ট ওড়ানোর জন্য কোনও দক্ষ পাইলট নেই। মালদ্বীপের সেনাকে এই উড়ান পরিচালনা করার প্রশিক্ষণ দিতে শূরু করেছিল ভারতীয় সেনা। কিন্তু বিভিন্ন কারণের জেরে তা শেষ করা যায়নি।”

মালদ্বীপ থেকে ভারতীয় সেনাকে তাড়িয়ে দিতে কার্যত উঠেপড়ে লেগেছিল মালদ্বীপ সরকার। এখন তারই মাসুল গুনছে সে দেশ।

Latest article