চাপড়ায় তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপির পকেটে, আক্রমণ মুখ্যমন্ত্রীর

Must read

চাপড়ায় তৃণমূলে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপির পকেটে। সোমবার, দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রচারে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও ভোটদানের হারে প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত তথ্যের হেরফের নিয়ে এবার সন্দেহ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করেন, প্রায় ১৯ লক্ষ ভোটিং মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছিলেন তিনি।

আরও পড়ুন- ভারতীয় জওয়ানদের তাড়িয়ে বিপাকে, বিমান চালানোর যোগ্যতাই নেই মালদ্বীপের সেনার! ভুল স্বীকার মন্ত্রীর

এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশিপাড়ায় EVM-এ বদল করা হয়েছে। কারণ অভিযোগ, সেখানে তৃণমূলে ভোট দিলে বিজেপিতে পড়ছে। এই নিয়ে অভিযোগ তুললে, কিছুক্ষণ ভোট বন্ধ রাখা হয়। এরপরেই EVM বদল করা হয়। এই নিয়ে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়েছে বিজেপিতে, চাপড়ায় আমরা কলকাঠি ধরে ফেলেছি।“ একই সঙ্গে তাঁর অভিযোগ, আমাদের আসানসোলের কর্মীদের ভয় দেখিয়েছে। তাঁর দাবি, “বিজেপির তরফে কারও কারও হাতে টাকাও দেওয়া হয়েছে। টাকার প্যাকেট কাদের দিচ্ছে নজর রাখছি।“

মমতা বলেন, আমরা যেটা বলি সেটা করি। বিজেপিতে গেলেই সাত খুন মাফ। কোটি কোটি টাকা যাদের রয়েছে তাঁরা আজ বিজেপিতে।

Latest article