মালদ্বীপ-অস্বস্তি বাড়ছে হাইকমিশনারকে তলব

মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ব্যাপারে নয়াদিল্লির গভীর উদ্বেগের কথা মালদ্বীপের হাইকমিশনারকে জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক

Must read

প্রতিবেদন: ভারতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারকে তলব করে সেদেশের মন্ত্রীদের বক্তব্যের প্রতিবাদ জানাল বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক মাধ্যমে মালদ্বীপের তিন মন্ত্রী যে ‘অবমাননাকর’ মন্তব্য করেছিলেন তাতে ক্ষুব্ধ হয়েই নয়াদিল্লিতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারকে তলব করে ভারত। পরিস্থিতি সামাল দিতে তিন মন্ত্রী আব্দুল্লাহ মাইজুম মজিদ, মরিয়ম শিউনা ও মালশা শরিফকে সাসপেন্ডও করেছেন প্রধানমন্ত্রী মহম্মদ মুইজু। মালদ্বীপের হাইকমিশনার ইব্রাহিমকে সোমবার তলব করা হয়।মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ব্যাপারে নয়াদিল্লির গভীর উদ্বেগের কথা মালদ্বীপের হাইকমিশনারকে জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন-দু’হাজারি নোট বদল এবার পোস্ট অফিসে, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফর করেন। এরপর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। এতেই ক্ষুব্ধ কেন্দ্র। এমনিতেই চিন ঘনিষ্ঠ বর্তমান মালদ্বীপ সরকারের ভূমিকা নিয়ে চাপে আছে নয়াদিল্লি। তার উপর সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে।

Latest article