স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকীতে শোকবার্তা মমতা – অভিষেকের

Must read

প্রথিতযশা আইনজীবী তথা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকীতে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ড: রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকীতে শোকবার্তা দিয়ে ফেসবুক পোস্ট করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজেন্দ্র প্রসাদ (Dr Rajendra Prasad) ৩ ডিসেম্বর ১৮৮৪ সালে জন্মগ্রহণ করেন। একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী, পণ্ডিত হিসেবে তাঁর খ্যাতি ছিল। পরবর্তীকালে ১৯৫০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেসে যোগদানের পর বিহার ও মহারাষ্ট্র অঞ্চল থেকে একজন প্রধান নেতা হয়ে ওঠেন তিনি। মহাত্মা গান্ধীর একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন রাজেন্দ্র প্রসাদ (Dr Rajendra Prasad)।

১৯৩১ সালের লবণ সত্যাগ্রহ এবং ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ কর্তৃপক্ষের দ্বারা বন্দী হন তিনি। ১৯৪৬ সালের গণপরিষদ নির্বাচনের পর, রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় সরকারের খাদ্য ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পান। ১৯৪৭ সালে স্বাধীনতার পর রাজেন্দ্র প্রসাদ ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন, যা ভারতের সংবিধান প্রণয়ন করে এবং এর অস্থায়ী সংসদ হিসেবে কাজ করে। ২৮ ফেব্রুয়ারি ১৯৬৩ সালে রাজেন্দ্র প্রসাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Latest article