কলকাতা বই মেলায় ‘জাগো বাংলা’র স্টল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

শুরু হল কলকাতা আন্তর্জাতিক বই মেলা। ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র ‘জাগো বাংলা’ র স্টল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বই মেলায় পৌঁছে সবার আগে উদ্বোধন ‘জাগো বাংলা’ র স্টল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ‘জাগো বাংলা’ র স্টল টি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ এর আদলে। এবারে আন্তর্জাতিক কলকাতা বই মেলার থিম কান্ট্রি বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে এম খালিদ, বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় ও সেলিনা হোসেন। কলকাতা বই মেলার ‘জাগো বাংলা’ র স্টল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ১০ টি বই প্রকাশিত হয়েছে। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মন্ত্রী সুজিত বসু, সাংসদ দোলা সেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ‘জাগো বাংলা’ র পর কলকাতা পুলিশের স্টলে যান মুখ্যমন্ত্রী।

Latest article