আরজিকরে পাঁচতলা থেকে মরণঝাঁপ, চাঞ্চল্য

Must read

আরজিকর হাসপাতালে (R G Kar Medical College and Hospital) মেডিসিন বিভাগের পাঁচতলা থেকে হঠাৎ মরণঝাঁপ এক রোগীর। ওই রোগীর নাম পঞ্চানন হালদার। বয়স ৬৫ বছর। আরজিকর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) অর্থো মেডিসিন ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই ভরতি ছিলেন তিনি। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা।

ঘটনার ফলে কিছুক্ষণ আরজিকর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পঞ্চাননবাবুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় তাঁর পরিবারের সদস্যরা। মৃত দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণেই কী এই আত্মহত্যা বলে দাবি করেন রোগীর পরিবার। এই ঘটনাকে দুর্ঘটনা বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন বিকেলে ময়নাতদন্ত হবে বলে খবর। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্তের কাজ এগোনো হবে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনার পর রোগী নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তে তাঁদের গতিবিধির উপর নজর রাখা হবে । পুরুষ ওয়ার্ডের দায়িত্বে থাকবেন পুরুষ নিরাপত্তারক্ষীরা এবং মহিলা ওয়ার্ডের দায়িত্বে মহিলারা।

Latest article