প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোবিন্দচন্দ্র নস্কর (Gobinda Naskar)। তাঁর প্রয়াণে আজ শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আত্মার চিরশান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, তিনি আজীবন হদয়ে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, দলের শুরুর দিন থেকে ছিলেন গোবিন্দ নস্কর। দলের একনিষ্ঠ কর্মী। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন-স্বাধীন ভারতের ৭৫ বছর পূর্তিতে অমৃতকুম্ভের সন্ধানে
বার্ধক্য জনিত অসুস্থতা নিয়ে গত দেড়মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার, রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় প্রাক্তন মন্ত্রীর। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মেয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের (TMC) সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mandal)।
আরও পড়ুন-অন্যরকম হীরের গয়না
১৯৭১ সালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের (Congress) টিকিটে জিতে প্রথম বার বিধায়ক হয়েছিলেন গোবিন্দ নস্কর। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় তিনি ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী। তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। ২০০৯-এ বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন তিনি। ২০১৬ সালে তৃণমূলের টিকিটে বাসন্তী কেন্দ্রের সাত বারের বিধায়ক আরএসপি-র সুভাষ নস্করকে হারিয়ে বিধায়ক হন গোবিন্দ।