হোয়াটসঅ্যাপ চ্যানেলেও মুখ্যমন্ত্রী ও অভিষেক

Must read

রাজ্যবাসীর সঙ্গে আরও নিবিড় জনসংযোগ করতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ চ্যানেলে (Whatsapp channel)। মুখ্যমন্ত্রীর পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জনসংযোগে বরাবরই জোর দেন রাজনীতিকরা। ব্যতিক্রম নন তৃণমূল সুপ্রিমো ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের দুয়ারে পৌঁছনোর জন্য বেশ কয়েক বছর ধরে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। ‘দিদিকে বলো’, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, ‘তৃণমূলে নবজোয়ার’, ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি যার মধ্যে অন্যতম। এতদিন, ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের আপডেট দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। বিশেষত, মুখ্যমন্ত্রীর ফেসবুক এবং টুইটার পেজ খুবই সক্রিয়। এ বার থেকে মানুষের কাছে বার্তা পৌঁছতে হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও ব্যবহার করবেন তাঁরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল মারফৎ আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’এই চ্যানেলের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করে নিলেই একনিমেষে জেনে যেতে পারবেন মুখ্যমন্ত্রীর যাবতীয় পদক্ষেপ, কর্মসূচির তথ্য। সমস্ত কিছুই চলে যাবে আপনার হাতে থাকা মোবাইলের হোয়াটসঅ্যাপে।

আরও পড়ুন-মথুরায় ধর্ষিত দলিত নাবালিকা, নারী সুরক্ষার প্রশ্ন তুলে এক্সে সরব তৃণমূল কংগ্রেস

নতুন চ্যানেল ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। যেখানে প্রত্যেক গ্রাহক নিজেদের চ্যানেল (Whatsapp channel) খুলতে পারেন। যে কেউ সদস্য হতে পারবেন। ফলে মানুষের হাতের মুঠোয় যে কোনও তথ্য পৌঁছে যাচ্ছে। এই সুবিধা থেকেই চ্যানেল ফিচারটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাইছে রাজনৈতিক দলগুলি। যদিও চ্যানেলে মেম্বারদের কোনওকিছু পোস্ট করার কোনও অপশন নেই। তাঁরা শুধুমাত্র রিঅ্যাক্ট করতে পারবেন।

Latest article