জাতীয়

বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই: বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক, তৃণমূল সুপ্রিমোর সঙ্গে থাকবেন অভিষেকও

ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই। পাটনার পরে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee- Abhishek Banerjee) সঙ্গে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বিকেল ৫টা নাগাদ SSKM হাসপাতালে যান অভিষেক। সেখান থেকে বেরিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ১৭-১৮ জুলাই বেঙ্গুলুরুতে বৈঠক। সেখানে উপস্থিত থাকবে তৃণমূল-সহ ২৪টি বিজেপি বিরোধীদল।

অভিষেক জানান, সিমলায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বেঙ্গালুরুতে করার সিদ্ধান্ত হয়। সেখানে তৃণমূল সভানেত্রী পাশাপাশি উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ-সহ বিভিন্ন দলের সর্বোচ্চ নেতৃত্ব। সেখানে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। এরপরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যেভাবে বিজেপি সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এক একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিরোধীদের টাকা আটকে রাখছে, বিজেপির সেই একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধেই আমাদের লড়াই। সেই কারণেই দলনেত্রী বলছেন, সবাইকে একজোট হয়ে এই স্বৈরাচারী বিজেপি সরকারকে সরাতে হবে।

আরও পড়ুন: মহিলাদের হুমকি দিচ্ছে, বাচ্চাদের বাড়ি ছাড়া করছে: বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে বললেন অভিষেক

নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় বৈঠকে বসেছিল ১৭টি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee- Abhishek Banerjee) সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরিরা। ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে ফের বৈঠক বসছে বিজেপি বিরোধী দলগুলি। সেই বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন অভিষেকও।

Jago Bangla

Recent Posts

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

13 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

49 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

57 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago