মহিলাদের হুমকি দিচ্ছে, বাচ্চাদের বাড়ি ছাড়া করছে: বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে বললেন অভিষেক

Must read

ফের বিজেপিকে তিরষ্কার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek)। ভোট পরবর্তী সংঘর্ষে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আহত ১৪ তৃণমূল কর্মীকে এসএসকেএম হাসপাতালে দেখে বেরিয়ে অভিষেক বলেন, নন্দীগ্রামের যেভাবে তৃণমূল জিতেছে, তাতে বিজেপির (BJP) পায়ের তলার মাটি সরে গিয়েছে। বাড়ি গিয়ে তৃণমূলের (TMC) কর্মী-সমর্থক মহিলাদের ধর্ষণ-খুনের হুমকি দিচ্ছে। ছোট বাচ্চাদেরও বাড়ি ছাড়া করেছে।

শুক্রবার, বিকেল ৫টা নাগাদ SSKM-এ যান অভিষেক (Abhishek)। প্রথমে ট্রমা কেয়ার ইউনিটে দলের জখম দলীয় নেতা-কর্মীদের দেখে তৃণমূল সাংসদ যান উডবার্ন ওয়ার্ডে তমলুক জেলা তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়ার সঙ্গেও দেখা করেন। এরপরেই হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিকে তুলোধনা করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ করেন, নন্দীগ্রামে দলের জয়ী এক মহিলাকে খুনের হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শ্রদ্ধা দিবস: ২১ জুলাইয়ের আগে প্রথা মেনে খুঁটি পুজো তৃণমূল কংগ্রেসের

বুধবার, বিজেপি-র আক্রমণে তৃণমূলের অনেক কর্মী-সমর্থক আহত হন। বৃহস্পতিবার ১৪ জন জখম তৃণমূল কর্মীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। আগেই ভর্তি করা হয় চঞ্চল খাঁড়াকে। এদিন তাঁদের ও তাঁদের পরিবারের লোকেদের জন্য কথা বলে অভিষেক। বলে তিনি জানান, তাঁকে ২০জন অভিযুক্তর নাম দিয়েছেন আক্রান্তরা। সেই নাম তিনি পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেকের কথায়, রাজনৈতিকভাবে না পেরে সন্ত্রাস করছে বিজেপি।

Latest article