তৃণমূল কংগ্রেস মুখপাত্রদের নাম ঘোষণা দলনেত্রীর

Must read

সর্বভারতীয় ও রাজ্যের দলীয় মুখপাত্রদের (TMC Spokespersons) নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নব-নিযুক্ত মুখপাত্রদের (TMC Spokespersons) অভিনন্দন জানানো হয়েছে। একইসঙ্গে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তৃণমূলের মিডিয়া সেলের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় মুখপাত্ররা হলেন

১. অমিত মিত্র
২. বাবুল সুপ্রিয়
৩. চন্দ্রিমা ভট্টাচার্য
৪. ডেরেক ও’ব্রায়েন
৫. জহর সরকার
৬. কাকলি ঘোষ দস্তিদার
৭. কীর্তি আজাদ
৮. ললিতেশ ত্রিপাঠি
৯. মহুয়া মৈত্র
১০. মুকুল সাংমা
১১. নাদিমুল হক
১২. রিপুন বোরা
১৩. সাকেত গোখেল
১৪. সৌগত রায়
১৫. শশী পাঁজা
১৬. সুগত বসু
১৭. সুখেন্দু শেখর রায়
১৮. সুস্মিতা দেব
১৯. ট্রাজানো দি’মেলো
২০. বিবেক গুপ্ত

আরও পড়ুন: এখনই নয় স্নাতকে চার বছরের পাঠক্রম: শিক্ষামন্ত্রী

রাজ্যের মুখপাত্ররা হলেন

১. অম্বরীশ সরকার
২. অনন্যা বন্দ্যোপাধ্যায়
৩. অরূপ চক্রবর্তী
৪. বৈশ্বানর চট্টোপাধ্যায়
৫. বীরেন্দ্র বারা ওরাওঁ
৬. বীরবাহা হাঁসদা
৭. বিশ্বজিৎ দেব
৮. ব্রাত্য বসু
৯. চৈতি বর্মণ বড়ুয়া
১০. দেবাংশু ভট্টাচার্য
১১. দেবপ্রসাদ বাগ
১২. দোলা সেন
১৩. জয় প্রকাশ মজুমদার
১৪. জুঁই বিশ্বাস
১৫. জ্যোৎস্না মান্ডি
১৬. কমল হোসেন
১৭. কোহিনূর মজুমদার
১৮. কৃশানু মিত্র
১৯. কুণাল ঘোষ
২০. মানস রঞ্জন ভুঁইয়া
২১. মানব জয়সওয়াল
২২. মৌসুম নূর
২৩. মহম্মদ তোসিফুর রহমান
২৪. মৃত্যুঞ্জয় পাল
২৫. পার্থ ভৌমিক
২৬. পার্থ প্রতিম রায়
২৭. প্রদীপ্ত মুখোপাধ্যায়
২৮. প্রকাশ চিক বারিক
২৯. প্রসেনজিত দাস
৩০. ঋজু দত্ত
৩১. সমীর চক্রবর্তী
৩২. শান্তনু সেন
৩৩. শান্তিরাম মাহাত
৩৪. স্নেহাশিস চক্রবর্তী
৩৫. সুদীপ রাহা
৩৬. শ্যামপ্রকাশ পুরোহিত
৩৭. তাপস রায়
৩৮. তন্ময় ঘোষ
৩৯. তৃণাঙ্কুর ভট্টাচার্য
৪০. বিজয় উপাধ্যায়

Latest article