বঙ্গ

মালবাজারে বিধ্বংসী হড়পা বানে স্বজনহারাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে থাকার আশ্বাস

আজ উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক আছে তার। পূর্ব নির্ধারিত সূচি না মেনেই সোমবার বিকেলে মালবাজারে (Malbazar) পৌঁছেই মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় মৃতদের পরিজনদের বাড়ি যান মুখ্যমন্ত্রী। এদিন তার সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi), মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

আরও পড়ুন-বোর্ডে শাহের ছেলে রয়েছেন, সৌরভ অন্যায়ভাবে বাদ, কেন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রথমে মুখ্যমন্ত্রী যান মালবাজারের ১০ নম্বর ওয়ার্ড এলাকায় সৌম্য অধিকারী, তপন অধিকারীর বাড়ি। পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। সেখানে মুখ্যমন্ত্রীকে চা দেওয়া হলে সেটা খেয়ে সেখান থেকে বেরিয়ে যান পাশের লাহা বাড়িতে। বিসর্জন চলাকালীন হড়পা বানে মৃত্যু হয়েছে সেই পরিবারের শুভাশিস লাহার। এরপর যান বিভা পণ্ডিতের বাড়ি। হড়পা বানে ৮জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৬জনের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। একটি পরিবার না থাকায় তাঁদের সঙ্গে দেখা হয়নি।

আরও পড়ুন-নিরপেক্ষ ইডি! অর্থমন্ত্রীকে ধুয়ে দিল তৃণমূল

স্বজনহারাদের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উৎসবটা সকলের আনন্দে কেটেছে। কিন্তু কখনও কখনও কোনও কোনও পরিবারের বিপর্যয় ঘটে৷ অঘটন ঘটে। মাল-এ এমনই একটি ঘটনা ঘটেছিল৷ তাতে আটজন প্রয়াত হয়েছেন৷ আমি এখনও পর্যন্ত ৬জনের বাড়িতে গেলাম৷ আরও ২টি বাড়ির সদস্যরা এখানে নেই৷’’ মমতা জানান, মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে স্বজনহারা পরিবারের সদস্যদের যেতে বলা হয়েছে। মখ্যমন্ত্রীর কথায়, ‘‘যাঁরা কাজ করেছেন ডিএম, এসপি থেকে শুরু করে, বিপর্যয় মোকাবিলা বাহিনী, বুলুচিক, স্বপন থেকে শুরু করে, মানিক- দারাসিং থেকে শুরু করে স্থানীয় মানুষ- সকলের সহযোগিতায় ৪৫০ জনকে বাঁচানো গিয়েছে৷ তাঁদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। এবং ধন্যবাদ জানাচ্ছি৷ এ ভাবে পাড়ার ছেলেমেয়েরা বিপদে-আপদে এগিয়ে এলে আমরা অনেককে উদ্ধার করতে পারি, বাঁচাতে পারি৷’’

আরও পড়ুন-নন্দীগ্রামে ঐক্যবদ্ধ তৃণমূলের বিজয়া সম্মিলনীতে জনজোয়ার

এদিকে আচমকা মুখ্যমন্ত্রীকে নিজেদের এলাকায় দেখতে পেয়ে হতবাক স্থানীয়রা। তাঁকে একঝলক দেখা বা মোবাইল ফোনের ক্যামেরায় সেই মুহূর্তকে বন্দি করতে রীতিমতো হুড়হুড়ি পড়ে যায়। চরম উদ্দীপনা মালবাজারের ১০নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

10 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

30 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago